E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিশেষ প্রয়োজন ছাড়া দিনে ময়লার গাড়ি চালানো যাবে না’

২০২১ নভেম্বর ৩০ ২২:০৪:২১
‘বিশেষ প্রয়োজন ছাড়া দিনে ময়লার গাড়ি চালানো যাবে না’

স্টাফ রিপোর্টার : বিশেষ প্রয়োজন ছাড়া বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মেয়র বলেন, ‘ডিএনসিসির সব ময়লার গাড়িতেই আধুনিক জিপিএস ও ড্যাশ ক্যামেরা স্থাপন করা হবে। গাড়ি চালানোর জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত তাকেই গাড়ি চালাতে হবে। জিপিএস ট্র্যাকার লাগানোর পর তা নিয়মিত মনিটরিং করা হবে। প্রতিটি গাড়ি কখন বের হয়, কোথায় যায় সবকিছুই রেকর্ড করা হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘নিজের কাজ নিজেকেই করতে হবে। একজনের কাজ অন্যকে দিয়ে করানোর প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে গোল্ডেন হ্যান্ডসেক দেওয়া হবে। পরিবহন চালকদের প্রতি বছর কমপক্ষে একবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test