E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০১৪ অক্টোবর ১১ ১৩:০৪:১৬
চট্টগ্রামে যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী এই যুদ্ধজাহাজ উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিসংলগ্ন নেভাল বার্থে পৌঁছান। তিনি সেখানে বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য, খুলনা শিপইয়ার্ড ‘চায়না ক্লাসিফিকেশন সোসাইটি’র তত্ত্বাবধানে ও ‘চায়না শিপ বিল্ডিং অফসোর কোম্পানি’র কারিগরি সহায়তায় নির্মিত বানৌজা ওসমান পরীক্ষামূলক পরিচালনের পর প্রধানমন্ত্রী তা উদ্বোধন করেন।

এর আগে খুলনা শিপইয়ার্ডে ‘চায়না ক্লাসিফিকেশন সোসাইটি’র তত্ত্বাবধানে নির্মিত ‘বিএনএস পলাশ’ ও ‘বিএনএস সুরমা’ নামের দুটি যুদ্ধযান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তা কমিশনিং করেছেন। বানৌজা ওসমান হচ্ছে তৃতীয় জাহাজ। আরো দুটি যুদ্ধজাহাজ চলতি বছরের মধ্যেই নৌবাহিনীর কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর উপলক্ষে নেভাল বার্থসহ সমগ্র বন্দর এলাকার আশপাশে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ, র‌্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

(ওএস/এইচআর/অক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test