E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি হিসেবে শপথ নিলেন শাহদাব আকবর লাবু চৌধুরী

২০২২ নভেম্বর ১৫ ১৯:০১:২৯
এমপি হিসেবে শপথ নিলেন শাহদাব আকবর লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা : শপথ নিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে সদ্য সংসদ সদস্য হিসেবে বিজয়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে ঢাকার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সন্ধ্যায় সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস (সহকারী ব্যক্তিগত কর্মকর্তা) ও আ'লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শফি উদ্দিন বলেন, বিকাল ৪ টায় শপথ গ্রহণ শেষে তাঁর নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দার নেতকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।

এর আগে গত ৫ নভেম্বর অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ০৫ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনে ৫৩ হাজার ৯'শ ৩৪ ভোটের ব্যবধানে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়াকে পরাজিত করে বিজয়ী হন নৌকার মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী।

(এএন/এসপি/নভেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test