E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

২০২২ নভেম্বর ৩০ ১৪:১৮:৫৬
৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

দ্রুত কাজ শেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান শরিফুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন বন্ধ থাকবে। এ রুটে প্রতিদিন ২৬টির মতো ট্রেন চলাচল করে। একই সময়ে সড়কপথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। ফলে এ রুটে ট্রেন চলাচলও বন্ধ হলে যানজট তীব্র রূপ নেবে এবং জনভোগান্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test