E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিকে এগিয়ে নিতে ইতিহাস-ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময় জরুরি

২০২৩ জানুয়ারি ২৮ ১৩:০৭:৩৭
জাতিকে এগিয়ে নিতে ইতিহাস-ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময় জরুরি

স্টাফ রিপোর্টার : জাতিকে এগিয়ে নেওয়ার পথে বিভিন্ন যুগের ইতিহাস, ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময় জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনের পথে ভাষা আন্দালন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সব ধাপের সাক্ষ‌্য বহনকারী শিক্ষদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার গুরুত্ব অনেক।’

শুক্রবার (২৭ জানুয়ারি) পাবনার বেড়া সরকারি বিপিন বিহারী উচ্চ বিদ‌্যালয়ে আয়োজিত তিনটি উচ্চ বিদ‌্যালয়ের ১৯৮১ ও ১৯৮২ ব‌্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, ‘শিক্ষাজীবনের স্মৃতিকে রোমন্থন করার মধ‌্যদিয়ে নিজেদের শিকড়ে গিয়ে আবার ফিরে আসা অনেক তাৎপর্যপূর্ণ। এ ধরনের আয়োজন সমাজ ও পরিবার গঠনে এবং শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে খুবই সহায়ক শক্তি হিসেবে কাজ করে।’

ডেপুটি স্পিকার বলেন, ‘ঐতিহ্যবাহী বেড়া বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের জন‌্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক সময় প্রতিবছর বোর্ড স্ট‌্যান্ড করতো। কৃতী শিক্ষার্থীদের তখন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ দেখতে আসতেন। এ প্রতিষ্ঠানের আমিও একজন ছাত্র ছিলাম।’

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ও স্বাধীন বাংলাদেশের স্লোগান দিতে গিয়ে আমি বৈজ্ঞানিক, প্রকৌশলী বা আমলা হতে পারিনি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। আমার এ অর্জন, প্রিয় শিক্ষকদের শিক্ষার সুফল ও জনগনের আশীর্বাদ আমি জাতির পিতার প্রতি অতল শ্রদ্ধা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠান শেষে শামসুল হক টুকু প্রতিষ্ঠান প্রাঙ্গণে সমাহিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ‌্যাপক জাহাঙ্গীর আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ‌্যাপক আবু সাঈদ বক্তব‌্য রাখেন। এছাড়া বেড়ার বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test