E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিডার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১২:১৫:৩৩
বিডার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি।

এই ভবনটি বিডার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এর নাম ‘বিনিয়োগ ভবন’। এই ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রধান কার্যালয়ও রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। বিদেশিরা যখন আসবে, দেখবে বিনিয়োগ করবে। ভালোভাবে দেখলে ভালো বিনিয়োগ হবে। এছাড়া হবে না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আলাদা ভবন করার।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ মার্চ ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test