E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

নূর হোসেনকে অপসারণে চিঠি যাচ্ছে মন্ত্রণালয়ে

২০১৪ অক্টোবর ২০ ১৮:৫৭:৫৭
নূর হোসেনকে অপসারণে চিঠি যাচ্ছে মন্ত্রণালয়ে
 
 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ভাতিজা শাহজালাল বাদলকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ অপহৃত ৭ জনের লাশ শীতলক্ষা থেকে উদ্ধারের পর থেকেই নূর হোসেন প্রতিবেশি দেশ ভারতে পালিয়ে যায়। বর্তমানে তিনি ভারতের জেলে বন্দীজীবন কাটাচ্ছেন।

আজ সোমবার সিটি করপোরেশনের নির্ধারিত মাসিক সভায় তাকে অপসারণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

সিটি করপোরেশনের আজকের মাসিক সভায় দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী তাদের অপসারিত করতে চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া পক্ষাঘাতগ্রস্ত ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আহাম্মদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নাসিক। নাসিকের নগর ভবনের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিটি করপোরেশনের স্থায়ী কমিটির পদও পুনর্বিন্যাস করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সদ্য ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়া সেলিনা ইসলাম বিউটি।

নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদারসহ কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগণ। তবে এর মধ্যে প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল অনুপস্থিত ছিলেন।

পবিত্র হজ পালনে সৌদি আরব থাকায় সভায় অনুপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী মেয়র ও কাউন্সিলর অপসারণ প্রসঙ্গে ১৩-এর (ক) ও (খ) ধারায় উল্লেখ করা হয়েছে, ‘যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে সিটি করপোরেশনে পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলেও তিনি অপসারণযোগ্য হবেন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তার ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল সিটি করপোরেশনের পরপর চারটি মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন।

(ওএস/এটিআর/অক্টোবর ২০, ২১০৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test