E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হাতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে’

২০২৩ মার্চ ১১ ১৩:১২:১৮
‘হাতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে’

রিপন মারমা, কাপ্তাই : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, হাতি ও মানুষের মধ্যে দ্বন্ধ নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে। বন্য হাতির আবাসস্থল ছিল, কিন্তু আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছি। তাই বন্য হাতিরা বনে খাবার না পেয়ে লোকালয়ে চলে আসছে।

তিনি আরোও বলেন, নতুন করে আমাদেরকে তাদের আবাসস্থলকে নিরাপদ রাখতে হবে। বনের মধ্যে আমাদের হাতির খাবার তৈরি করতে হবে। হাতি যে খাবারগুলো খায় সেই সকল গাছ রোপন করতে হবে।সেই সাথে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

শুক্রবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় দিকে মন্ত্রী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতি ও মানুষের মধ্যে দ্বন্ধ নিসরনে সোলার ফ্রান্সিং প্যানেলের উদ্বোধন ও কাপ্তাই ন্যাশনাল পার্কে বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণের চেক হস্তান্তরকালে এই কথা বলেন।

তিনি বন্য এলাকায় বসবাসকারীদের অনুরোধ জানিয়ে বলেন, হাতির সঙ্গে আপনারা দ্বন্ধে জড়াবেন না। আপনাদের যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আমরা দেয়ার চেষ্টা করবো।অনুষ্ঠান শুরুতে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মো. শোয়েব খান স্বাগত বক্তব্য মাধ্যমে রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, প্রধান বন সংরক্ষক মো. আমিন হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সিএমসি কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলসহ সুশীল সমাজ দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা- কর্মচারি ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

(আরএম/এএস/মার্চ ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test