E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১২৪৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো ডিএসসিসি

২০২৩ মার্চ ১৯ ০০:১৯:১৮
১২৪৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো ডিএসসিসি

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বসবাসকারী এক হাজার ২৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে ডিএসসিসি।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৩’ শীর্ষক এ অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ ১৮ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা আছে। তিনি বেঁচে আছেন বলেই করোনাকালে সারাবিশ্ব যখন হুমকিতে পড়েছিল, বাংলাদেশ তখন মাথা তুলে দাঁড়িয়েছে। বিনাপয়সায় তিনি দেশের কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছিলেন। অর্থনৈতিক মন্দা যখন বিশ্বকে গ্রাস করে ফেলেছে তখনো বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে। তাই আগামী নির্বাচনেও দেশের স্বার্থে মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার পক্ষে ঝাঁপিয়ে পড়বেন।

এসময় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মুক্তিযোদ্ধাদের সান্নিধ্যে গেলে বাবার সান্নিধ্য পান বলে মন্তব্য করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীরা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন হেলাল প্রমুখ বক্তব্য দেন।

(ওএস/এএস/মার্চ ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test