E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন’

২০২৩ মার্চ ২৩ ০০:২৪:২৯
‘বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন’

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও জাতীয়করণ করেন। সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সুজিত রায় নন্দী।

তিনি বলেন, বাঙালি জাতির ভাগ্য উন্নয়নে জাতির পিতা সংগ্রাম করেছেন। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন। শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে গড়ে তুলেছিলেন শিক্ষাব্যবস্থা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, স্বাধীনতার পর ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন বঙ্গবন্ধু। প্রাথমিক শিক্ষা সরকারিকরণ, সংবিধানে শিক্ষা বাধ্যতামূলক, শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ নানা কার্যক্রম বাস্তবায়িত করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল হাই।

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হান্নান মিজির সভাপতিত্বে এবং কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. মহসিনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস, চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য অজিত রায় নন্দী, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য সেলিম পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল পাটোয়ারী, অ্যাডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test