E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

শিশু নির্যাতন-অপব্যবহারের অভিযোগে শামসুজ্জামান গ্রেফতার

২০২৩ এপ্রিল ০১ ১৭:০০:১৭
শিশু নির্যাতন-অপব্যবহারের অভিযোগে শামসুজ্জামান গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুকে অপব্যবহার’র অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক মো. শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার লক্ষ্য করেছে যে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান অভিযোগ করছে, জীবনযাত্রার ব্যয় নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশে মো. শামসুজ্জামান নামে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এমন তথ্য পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে ওই সাংবাদিক গ্রেফতার হয়েছেন শিশু নির্যাতন ও শিশুকে নিজ স্বার্থে অপব্যবহারের অভিযোগে।’

এতে আরও বলা হয়, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে। এ নিয়ে অনেক গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। এ ধরনের প্রতিবেদনের জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। ওই সাংবাদিককে (মো. শামসুজ্জামান) শিশু নির্যাতন ও অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’

‘তিনি (শামসুজ্জামান) ৯ বছরের এক শিশুর হাতে ১০ টাকা দিয়ে ছবি তুলেছেন এবং পরে নিজের মনগড়া বক্তব্য শিশুর নাম ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। এটা অবশ্যই শিশু নির্যাতন ও অপব্যবহারের আইনের আওতায় পড়ে। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের মহান স্বাধীনতাকে অবমূল্যায়নের অপচেষ্টা করেছেন। তার এমন কাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘বাংলাদেশ সরকার সব নাগরিক ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর। তবে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সৎ সাংবাদিকতার চেতনাবিরোধী। জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) সমর্থনকারী হিসেবে বাংলাদেশ সরকার এ ধরনের শিশু নিপীড়নমূলক কর্মকাণ্ড সহ্য করবে না। দেশের স্বাধীনতা দিবসকে অবমাননা করার এমন অপচেষ্টাও সরকার মেনে নেবে না।’

(ওএস/এসপি/এপ্রিল ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test