E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে তাজুল ইসলাম

২০২৩ মে ৩১ ১২:০৭:০৬
নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার : নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিওয়াজু বোলা আহমেদ টিনুবুর অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

নাইজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ মে) দেশটির রাজধানী আবুজার ঈগল স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকারমন্ত্রী।

নাইজেরিয়ার রাষ্ট্রপতির সপ্তম গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার এ আয়োজনে বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আনুষ্ঠানিকতার একপর্যায়ে তিনি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সৌজন্যে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি নাইজেরিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অর্থনীতি বিষয়কমন্ত্রীর নেতৃত্বে ১৭ সদস্যের একটি মাল্টিসেক্টরাল প্রতিনিধিদল এ বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফর করে। বাংলাদেশ ও নাইজেরিয়ার সরকার কৃষি, যোগাযোগ, মানবসম্পদ রপ্তানি, শিক্ষা, তথ্য, নৌ ও বিমানপথে যোগাযোগ, প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কন্ট্রাক্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

(ওএস/এএস/মে ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test