E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যাদের হাতে গণতন্ত্র নেই, তারাই গণতন্ত্রের কথা বলছেন’

২০২৩ জুন ২৪ ১৯:৫১:৫১
‘যাদের হাতে গণতন্ত্র নেই, তারাই গণতন্ত্রের কথা বলছেন’

জে. জাহেদ, চট্টগ্রাম : ‘তিলে তিলে জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ৭০ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করেছিলেন। আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। জাতি হিসেবে আমরা গর্ব করার মতো একটা অবস্থানে পৌঁছেছি। যাদের হাতে গণতন্ত্র নেই, তারাই গণতন্ত্রের কথা বলছেন।’

২৪ জুন (শনিবার) বিকেলে নগরীর কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি।

মন্ত্রী আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসেন। এরপর তিনি ২১ বছর দীর্ঘ সংগ্রাম করেছেন। ওদিকে, প্রহসনের নির্বাচন করেছিলো বিএনপি। তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ বাধ্য করেছিলো তত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে দিতে। ১৯৯৬ সালে আ. লীগ ক্ষমতায় এসেছিলো।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘দেশে গণতন্ত্র বিকাশ হচ্ছে শেখ হাসিনার হাত দিয়ে। একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে শুধু উন্নয়নই নিশ্চিত করেননি, তিনি সুশাসন নিশ্চত করেছেন। স্বাস্থ্যখাত, উৎপাদন খাত সব ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। স্বাধীনতার ৫১ বছর পর পদ্মা সেতু হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছেন, বাংলাদেশ পৃথিবীর একটা অবস্থানে নিয়ে গেছেন শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি প্রসংশিত হচ্ছেন।’

‘বাংলাদেশে নির্বাচনের পর সবচেয়ে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগই ক্ষমতা হস্তান্তর করেছেন, এর বাইরে সবাইকেই টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হয়েছে। হুসেইন মুহাম্মদ এরশাদকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হয়েছে, ৯৬-এ খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে নামানে হয়েছে। আর ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে আওয়ামী লীগ। এটা আর কারও হাতে হয়নি।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন-আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী সহ প্রমুখ।

(জেজে/এএস/জুন ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test