E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল

২০১৪ নভেম্বর ০৭ ১৯:০৮:৩২
বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল

সিলেট প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতা অর্জনের পর একটি মহল নানাভাবে বিভ্রান্ত করে বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

তিনি বলেন, নানা ধরনের স্বার্থান্বেষী মহল আমাদের সাধারণ মানুষের স্বাধীনতাকে হরণ করে, বিভ্রান্ত সৃষ্টি করে, ইতিহাস বিকৃতি করে, মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চেয়েছিল।

শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এপেক্স বাংলাদেশ জেলা-৪ ( অপুএপেক্স) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন তা প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এম এ মান্নান বলেন, আমরা কি পূর্বের বিশৃংখলার পথে ফিরে যাব? আমরা কি সারা বিশ্বের কাছে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবো নাকি আমরা বিশ্বদরবারে একটি গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবো। আপনাদের চাওয়ার উপর নির্ভর করছে এ দেশের আগামী দিনের ভবিষ্যত।

সম্মেলনে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর সভাপতি এ. এইচ. এম কামরুল ইসলাম।

(ওএস/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test