‘স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষার এজেন্ডা, এতে সত্য-মিথ্যা থাকে’

বিশেষ প্রতিনিধি : প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে আইনশৃঙ্খলা নিয়ে যে প্রতিবেদন প্রস্তুত করা হয় সেসব তাদের নিজেদের স্বার্থরক্ষার এজেন্ডা হিসেবেই দেওয়া হয়। কখন কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের ধরণ কী হবে সেসব বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে এসব এজেন্ডা নির্ধারণ করে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বজায় রাখতে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্যই যুক্তরাষ্ট্র এধরনের প্রতিবেদন প্রস্তুত করে। যেকারণে এবছর বাংলাদেশের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর যে দোষগুলো মার্কিন প্রতিবেদনে ধরা পড়ছে, গতবছর সেইসবকেই তারা প্রশংসার দৃষ্টিতে দেখেছিলেন। তারা এও বলছেন, প্রশ্ন তোলা দরকার- কী কারণে তারা হঠাৎ নেতিবাচক হয়ে উঠলেন।
পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল ওয়েপনস এন্ড টেকটিকস ডিভিশনের (সোয়াত) এর পেছনে যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ নেই বলে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম–২০২২’–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনের বাংলাদেশ অংশে যে যে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে সেখানে পুলিশের আইনশৃঙ্খলারক্ষার নানা প্রক্রিয়ার কথাই উঠে এসেছে। এগুলো সেইসব নিয়মিত কার্যক্রম যা কিনা ২০২১ এর স্টেট ডিপার্টমেন্ট রিপোর্টে প্রশংসিত হয়েছিলো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখন কেনো তাদের এসব নিয়ে বাড়তি ‘কনসার্ন’ সেটি বিবেচনা করা জরুরি।
এর আগে বছরের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ঘৃণাভিত্তিক সাম্প্রদায়িকতার কারণে বেশকিছু হতাহতের ঘটনা ঘটলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সন্ত্রসাবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির ওপর জোর দিয়েছেন। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো অনলাইনে নিয়োগ ও সহিংস ঘটনায় অর্থায়ন বাড়ালেও, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের ইউনিট অধিকাংশ হামলা প্রতিরোধ করেছে এবং সন্দেহভাজনদের গ্রেফতার করেছে।
প্রতিবেদনে বলা হয়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে। এসব ইউনিটের বেশকিছু সাফল্যের বর্ণনা দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘অন্যান্য কাউন্টার টেরোরিজম সম্পর্কিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ডস, স্পেশাল ব্রাঞ্চ, অ্যাভিয়েশন সিকিউরিটি, এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করেছে।’
অথচ ঠিক একবছর পরে একই বিষয়ে তাদের মন্তব্য ঘুরে যেতে দেখা হয়। এবছর প্রতিবেদনে তারা বলছে, বাংলাদেশে আইনশৃঙ্খলাবাহিনীর বেশ কিছু ইউনিট বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।
কেনো এধরনের দ্বিচারিতা তাদের প্রশ্নে জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের এধরনের প্রতিবেদন নৈতিক জায়গা নিয়ে প্রগতিশীলদের একধরনের রিজার্ভেশন আছে। এসব রিপোর্টে তাদের পররাষ্ট্রনীতি ফুটে ওঠে। তারা এসব তৈরি করে নতুন আধিপত্য তৈরি ও পুরোনো আধিপত্য টেকানোর জন্য। সেখানে সত্য মিথ্যা দিয়েই হওয়ার কথা। যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ ও স্বার্থের বাইরে একটা কথাও কখনও উচ্চারণ করবে না। তাদের যেখানে হস্তক্ষেপের ইচ্ছে হবে সেখানেই তারা নানা কায়দা বের করবে। আমাদের এখানে তারা সরকার পরিবর্তনের এজেন্ডার মধ্যে আছে। যেকোন কারণেই হোক, তারা হস্তক্ষেপ বাড়াতে এটা চেষ্টা করছে। এবং তাদের কাছে আমাদের দেশ থেকে যারা তথ্য উপাত্ত দেয় তারা কোন না কোন ভাবে তাদের সুবিধাভোগী কনসালটেন্ট। তারা সেইসব জায়গায় অর্থায়ন করে যেখানে তাদের কাজ বের হবে। এখানে সোয়াতের সঙ্গে তাদের নিশ্চয় আর কোন যুক্ততার দরকার নেই। সেকারণে কিছু অভিযোগ তুলে বিষয়টা জাস্টিফাই করার চেষ্টা করেছে।’
কিসের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এসব রিপোর্ট করে প্রশ্নে নিরাপত্তা বিশ্লেষক লে. জে. (অব.) আব্দুর রশীদ বলেন, ‘এটা ওরা স্পষ্ট করতে পারবে। তবে, কিছুদিন আগে তারাই বলেছে, বাংলাদেশ পুলিশের মানবাধিকার রক্ষণের মাত্রা বেড়েছে। এখন তারাই বলছে উল্টো। আসলে আগামী নির্বাচনে বিরোধী অবস্থান নেওয়ার কারণে যা করার তারা সেটাই করছে।’ তিনি আরও বলেন, ‘তারা প্রশিক্ষণে অর্থ না দিলে সোয়াত বন্ধ হয়ে যাবে এটা ভাবার কারণ নেই। তাদের কাছ থেকে টেকনোলজি ও টেকনিক শেখার প্রশিক্ষণ নেওয়াটা সহযোগিতামূলক বিষয় ছিলো। সেটা না করতে চাইলে না করবে। তাতে সোয়াতের কার্যক্রমে খুব বেশি ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি না।’
(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন
- প্রতি লিটার ১৬২.১৯ টাকা দরে পাম অয়েল কিনবে সরকার
- ‘বিচারের আগে আ.লীগ কীভাবে ফিরবে, বোধগম্য নয়’
- জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে
- সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
- ‘বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে’
- পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
- মধ্যরাতে ঝটিকা মিছিল, ফরিদপুরে আওয়ামী লীগের ৮ কর্মী গ্রেফতার
- নড়াইলে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়ালো
- ‘জাহিদুল হত্যা নিয়ে ছাত্রদল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে’
- সভাপতি আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক রনজক রিজভী
- মাদক সেবীদের কাজে বাধা দিতে গিয়েই জীবন গেল বৃদ্ধ তারা মিয়ার
- গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত
- রাজবাড়ীতে ছাত্রদল কর্মী পারভেজের হত্যাকারীদের শাস্তি দাবি
- আগৈলঝাড়ায় কালবৈশাখি ঝড়ে ডাল চাপায় শ্রমিকের মৃত্যু
- ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের
- এসিল্যান্ড তারিকুলের খুঁটির জোর কোথায়
- জরাজীর্ণ ভবনে চলে জমি রেজিস্ট্রির কাজ, ভেঙে পড়ার শঙ্কা
- আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে অষ্ট শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
- ফরিদপুরে অষ্ট শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান
- স্নাতক সমমানের দাবিতে ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের কর্মসূচি
- আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর
- ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে ত্রৈমাসিক সমন্বয় সভা
- রেকর্ডবুক এলোমেলো করে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ
- সিনেমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়
- ফিলিস্তিনের সমর্থনে সারা দেশে বিক্ষোভ আজ
- ‘জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না’
- ইনফিনিক্স নোট ৫০ সিরিজ এখন বাংলাদেশে
- হতাশ আসিফ, থাকবেন না ‘সেই’ কনসার্টে
- গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
- সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
- ‘এবার রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি’
- দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
- একদিনের বাঙালি: সংস্কৃতির মৌসুমি মুখোশ
- ‘ননসেন্স’ এবার পারিবারিক গল্পে, আসছে বাংলা নববর্ষে
- 'নড়াইল, বগুড়া, রাজশাহী পাকবাহিনীর দখলে চলে যায়'
- ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি
- বরিশালে সেন্টুকে মনোনায়নের দাবিতে বিভাগীয় কৃষকদলের সংবাদ সম্মেলন
- পাহারতলী রেলওয়েতে পাকসেনারা ১১ জন বাঙালিকে জবাই করে হত্যা করে
- সৌদির সঙ্গে মিলে জামালপুরের ১৩ গ্রামে ঈদ