E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মিয়ানমারের সাথে চলমান যে উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি’

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৪:৪৬:১৪
‘মিয়ানমারের সাথে চলমান যে উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি’

গোপালগঞ্জ  প্রতিনিধি : মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের নব নিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের সাথে উত্তেজনা চলামান রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু আদর্শে কারো সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব বজায় রাখবো। আমরা কারো সাথে বৈরিতা না করে সবার সাথে বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক করে চলতে চাই। কিন্তু মিয়ানমারের সাথে চলামান যে, উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে, জনবল বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি বৃদ্ধি করা হয়েছে। বিষযটি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আমাদের সামুদ্রিক যে নিরাপত্তা রয়েছে, তার কোন ব্যত্যয় ঘটতে দেবো না, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নব নিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন।

রোহিঙ্গা অনুপ্রেবশ নিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে অনেক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে মূল সমস্যাটা সমাধন করতে হবে। আমরা মনে করি রোহিঙ্গা পুশইন বা পুশআউট কোন সমাধান নয়, একটি দীর্ঘস্থায়ী সমাধান দরকার এটা তাদেরকেই (মিয়ারমার) করতে হবে। আমার সতর্ক অবস্থানে রয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে আর যেন কোন রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছি।

এর আগে সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ কোস্ট গার্ডের নব নিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ কোস্ট গার্ডের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সামরিক কায়দায় দেওয়া হয় সশস্ত্র সালাম।

পরে বঙ্গবন্ধু ও তারঁ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘা্য়ূ, সুস্বস্থ্য ও সাফল্য কামনায়।

মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test