E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিশুদের প্রতিযোগিতা হবে জ্ঞান অর্জনের জন্য’

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ১৫:০২:০০
‘শিশুদের প্রতিযোগিতা হবে জ্ঞান অর্জনের জন্য’

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : মহিলা ও শিু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেছেন শিশুদের প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকতে হাবে। তবেই আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গতাজের সোনার বাংলা ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার সম্ভব হবে।

শনিবার তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে বই পড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার লতাপাতা বাজারে আইবুবুর রহমান খান অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

সোহেল তাজ বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। বই মানুষকে জ্ঞানের স্বপ্ন দেখায়। একমাত্র বই পারে শিশুদের হাত থেকে জাতি ধংসের ডিভাইস কেড়ে নিতে। বইয়ের মধ্যেই আছে জ্ঞান বিজ্ঞান সহ মানব জীবনের অতীত-বর্তমানের নানা ঘটনা । উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের কোষাধক্ষ্য রাজীব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ার রওশন আরা , থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১টি ইউনিয়নের ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বই পড়া কর্মসূচী পরিচালিত হচ্ছে।

(এসকেডি/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test