E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিজের এলাকা নিজেদেরকে পরিষ্কারের অনুরোধ মেয়র আতিকুলের

২০২৪ ফেব্রুয়ারি ২১ ১২:৫৩:০১
নিজের এলাকা নিজেদেরকে পরিষ্কারের অনুরোধ মেয়র আতিকুলের

স্টাফ রিপোর্টার : আমরা যদি রাস্তায় ময়লা না ফেলি তাহলে বাচ্চারাও ময়লা ফেলবে না। নিজের এলাকা আমরা নিজেরা পরিষ্কার করি বলে অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা সেক্টর-৪ বাংলাদেশ ক্লাব লি. সংলগ্ন সড়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ফিরে দেখা অমর একুশ-২০২৪’ শিরোনামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সড়ক আলপনা, মহান একুশের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমরা নিজের ঘর যেভাবে পরিষ্কার করি ঠিক সেভাবে পাড়া-প্রতিবেশী মিলে আমরা এলাকা পরিষ্কার করব। অনুরোধ করি উত্তরা কল্যাণ সমিতি ও অন্য সব অঙ্গ সংগঠন মিলে সবাই আমরা আমাদের আঙ্গিনা পরিষ্কার করব। আমরা যদি সবাই মিলে একদিন পরিষ্কার করি এটাই হবে ইতিহাস। এটি দেখে সবাই শিখবে। আমরা সবাই মিলে একটি এলাকা পরিষ্কার করলাম। আরেকদিন আরেকটা এলাকা পরিষ্কার করলাম। এরকম করেই পরিষ্কার করতে হবে। সরকার পরিষ্কার করবে না।

মেয়র বলেন, আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে শহরকে পরিষ্কার করতে হবে। শহর থেকে শুধু নিচ্ছি আর নিচ্ছি। কিন্তু এই শহরকে কিছু দিচ্ছি না। আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই ভাষার মাসে মাটিতে ময়লা ফেলবো না, খাল দখল করবো না, আমাদের এলাকার আমরা পরিষ্কার করব।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test