E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে ২৪ দেশের ৩৪ কূটনীতিক

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৩:৩৭:০৩
রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে ২৪ দেশের ৩৪ কূটনীতিক

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ২৪ দেশের ৩৪ কূটনীতিক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কূটনীতিকদের গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনরা।

এ সময় কূটনীতিকদের এই প্রতিনিধি দলটি সম্রাট আশোক কর্তৃক প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।

এর আগে মঙ্গলবার বিকেলে ট্রেনযোগে কক্সবাজার আসে দলটি।

অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন কূটনীতিক এই সফরে অংশ নেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test