E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার

২০২৪ মার্চ ২০ ১৩:৪৬:১০
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার

স্টাফ রিপোর্টার : ঢাকার ভারতের হাইকমিশনের উদ্যোগে ইফতারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ৪০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান।

সেখানে স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন।

তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। এই সমাবেশ ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করে।

(ওএস/এএস/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test