E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্কড়-ঝক্কড় বাস নিয়ে কাদের

১২ বছরে কাজ কম করিনি, অপবাদ দিচ্ছেন কেন?

২০২৪ মার্চ ২০ ১৬:৩৪:২৫
১২ বছরে কাজ কম করিনি, অপবাদ দিচ্ছেন কেন?

স্টাফ রিপোর্টার : মন্ত্রিত্বের ১২ বছরেও লক্কড়-ঝক্কড় বাস বন্ধ হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করবো না। বাসগুলো বন্ধ করলে আপনারাই (সাংবাদিক) আগে রাস্তায় নামবেন। বলবেন, জনগণকে কষ্ট দেই। ১২ বছরে আমরা কম কাজ করিনি। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন? এ মন্ত্রণালয়ের আওতায় কত কাজ হয়েছে। সব হবে, একটু সময় দেন।

আজ বুধবার সকালে এফডিসি গেট সংলগ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্প উন্মুক্ত করার অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘের ডাউন র‌্যাম্পকে নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় রমজান মাসে যানজট বাড়ে কেন, এমন প্রশ্নের জবাবে মানুষের মধ্যে ঈদের আমেজের কথা ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, রমজানে মানুষ ঈদ-ভারাক্রান্ত হয়, শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত-তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। ধীরে ধীরে ঠিক হবে। একসঙ্গে সব হবে না তো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়। দিবারাত্রি কাজ চলছে। এই একটা প্রকল্প দেরি হয়েছে। এটাও হয়ে যাবে। আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি। বিশ্ব পরিস্থিতিতেও কিছু জটিলতা আছে। যেসব দেশ এসব প্রকল্পের সঙ্গে জড়িত, তাদের বিষয় আছে। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে যন্ত্রপাতি আমদানিতে কিছু সমস্যা হয়। আমাদের অনাদর ও অনিচ্ছায় প্রকল্প দেরি হচ্ছে, এটা ঠিক নয়।

রমজানে ঢাকায় যানজট নিয়ে মন্ত্রী বলেন, ইফতারের পরে যানজট থাকে না। রোজার মাসে কোনো কোনো সময় যানজট হয়। সব সময় থাকে না। যানজট নিরসনে আমাদের সব পরিকল্পনা এখনো বাস্তবায়ন হয়নি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। আরও পাঁচটি মেট্রো লাইন বাকি আছে। দুটির কাজ চলমান। এগুলো সম্পন্ন হলে যানজট আরও কমে যাবে।

এসময় বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। জানান, যাদের কাজ দেওয়া হয়েছে তাদের গাফিলতির কারণে একটিমাত্র প্রকল্প বিলম্বিত। আশা করি ডিসেম্বরের আগেই বিআরটিসির বিশেষায়িত বাস চলে আসবে। ডিসেম্বর থেকে বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে মন্ত্রী তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন র‌্যাম্পে যান চলাচল উন্মুক্ত করেন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test