E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা ভোট

প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে বৃহস্পতিবার

২০২৪ মার্চ ২০ ১৬:৫৯:৪৬
প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার : প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (২১ মার্চ) ঘোষণা করা হতে পারে।

বুধবার (২০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘আগামীকাল কমিশন সভা রয়েছে। সভাশেষে উপজেলা পরিষদের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে।’

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো— সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, সিলেটের সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল, কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, লাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর, ফেনীর পরশুরাম ও ফুলগাজী, নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী, খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি, রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা, রাঙ্গামাটির রাঙ্গামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল, বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test