E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘১০ দিন তরমুজ না খেলে সব পচে যাবে’

২০২৪ মার্চ ২০ ১৭:১৪:৫১
‘১০ দিন তরমুজ না খেলে সব পচে যাবে’

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিল। আমরা যদি ঠিক করি, সাত দিন-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় ভিন্ন এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে।

তিনি বলেন, আমাদের দেশে যে পণ্যের দাম বাড়তে থাকে, আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাট মজুতদার হয়ে যাই। সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সব মানুষের পাশেই আমাদের সরকার আছে এবং থাকবে।

মন্ত্রী আরও বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এ রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য তেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। সংযম ব্যবসায়ীদেরই দেখাতে হবে।

তিনি বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানা কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এ সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।

সমাজকল্যাণ মন্ত্রী এই সময় গাজা ও ফিলিস্তিনে শিশু, নারী, বৃদ্ধাদের গণহত্যার নিন্দা ও হত্যাকারীদের প্রতি ঘৃণা জানান।

রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম জিয়া উদ্দীন টিপু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test