E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মস্কোর কনসার্টে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

২০২৪ মার্চ ২৪ ১৭:৫২:৩৩
মস্কোর কনসার্টে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : মস্কোর কনসার্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় নিহত সবার আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (২২ মার্চ) মস্কোর কাছে একটি কনসার্টে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআই-কে)।

এমন বর্বরোচিত হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের মতো বৈশ্বিক সংস্থাগুলো থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো দেশগুলো হতাহতদের জন্য দুঃখপ্রকাশ এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test