E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আগে দুর্নীতিবাজরা একপাশ দিয়ে হাঁটতো, এখন মাঝখান দিয়ে হাঁটে’

২০২৪ এপ্রিল ০২ ১৬:৪২:১০
‘আগে দুর্নীতিবাজরা একপাশ দিয়ে হাঁটতো, এখন মাঝখান দিয়ে হাঁটে’

স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, আগে দুর্নীতিবাজরা রাস্তার একপাশ দিয়ে হাঁটতো, এখন মাঝখান দিয়ে হাঁটে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) স্মরণিকা ‘সুপথে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখবো, সেটাও দেখতে হবে। দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। দুর্নীতিবাজদের সঙ্গে নিলে তারা আপনাদের ভেতর থেকে কাটবে। আপনাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। এটা বিবেচনা করা উচিত।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিজের ঘরে দুর্নীতি আছে কি না সেটাও দেখতে হবে।

দুদক কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে সচিব খোরশেদা ইয়াসমীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন র‌্যাক সভাপতি জেমসন মাহবুব।

(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test