E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিয়ানমার থেকে ফের ৪৬ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে

২০২৪ এপ্রিল ১৭ ১৫:৫৫:১৯
মিয়ানমার থেকে ফের ৪৬ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে

স্টাফ রিপোর্টার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটছে। এই সংঘর্ষ ঘিরে ফের বাংলাদেশে প্রবেশ করতে শুরু করছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত নতুন করে ৪৬ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান গ্রহণ করছেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১২ দিনের মাথায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ নাগরিককে ফেরত নেয় মিয়ানমার। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test