E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম

২০২৪ এপ্রিল ২৮ ১৯:০৩:০৭
সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম

স্টাফ রিপোর্টার : উপজেলা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরইমধ্যে নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনার বিভিন্ন কর্মকর্তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর কোনো তথ্য-প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন নির্বাচনী এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করার মধ্যে দিয়ে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ভোটার ও প্রার্থীদের বিশ্বাস তারা অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চলেছে। নির্বাচন কমিশনাররা জানিয়ে দিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে। সরকারি সুবিধা ভোগ করে কেউ নির্বাচনী প্রচারে অংশ নিলে যে প্রার্থীর প্রচার করবে তার প্রার্থিতা বাতিল করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম, নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর কোনো তথ্য-প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সংসদ সদস্যরা এলাকায় অবস্থান করতে পারবেন এবং ভোট দিতে পারবেন কিন্তু নির্বাচনী কোনো প্রচার-প্রচারণা করতে পারবেন না। মন্ত্রী-এমপিদের জনসভায় একই মঞ্চে উপজেলা নির্বাচনের কোনো প্রার্থী উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভোটারদের উপস্থিতির জন্য প্রচারণা চালাবে নির্বাচন কমিশন।’

এদিকে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি এবং অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় সভা শেষে ইসি হাবিব বলেন, নির্বাচন কমিশন সকল প্রার্থীকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে। তাই এখানে কে প্রভাবশালী আর কে কম প্রভাবশালী সেটা দেখা হবে না।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test