E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

২০২৪ মে ০৮ ১৭:০০:২০
ভোটগ্রহণ শেষে চলছে গণনা

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৮ মে) বিকেল ৪টায় দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে গণনা।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনের চেয়ারম্যান পদে ৫৬৫ জনসহ এক হাজার ৬১৯ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন দুই কোটি ৮২ হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে।

এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দুই একটি ঘটনা যেখানে ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

প্রথম ধাপে ১৫২ উপজেলায় তফসিল দিলেও নানা কারণে ভোট হচ্ছে ১৩৯টিতে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান আট জন, সাধারণ ভাইস চেয়ারম্যান ১০ জন ও নারী ভাইস চেয়ারম্যান ১০ জন নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ওএস/এসপি/মে ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test