E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০২৪ মে ১০ ১২:৫১:১১
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (১০ মে) টুঙ্গিপাড়া পৌঁছে সকাল ১০টা ৬ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ।

এসময় তাঁর সাথে ছোট বোন শেখ রেহানা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, জুয়েলের স্ত্রী সাহানা ইয়াসমিন শম্পা সহ পরিবারে সদস্য, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা এবং অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ১ দিনের সফরে সকাল ৭ টার পর গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯ টা ৫৭ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা-কর্মীরা স্বাগত জানান। প্রধানমন্ত্রী নেতা কর্মীদের অভিনন্দনে সিক্ত হয়ে ধীরপায়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীর কাছে যান।বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সফরে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় দড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির উপদেষ্টা সদস্য হিসাবে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনের কমর্সসূচী রয়েছে প্রধানমন্ত্রীর ।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে সড়ক পথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে । সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙ্গানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে সাজসাজ রব বিরাজ করছে।

(এমএস/এএস/মে ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test