E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদ্মা সেতু নির্মাণ এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান’

২০১৪ নভেম্বর ২২ ১৭:৫১:৪৭
‘পদ্মা সেতু নির্মাণ এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান’

পিরোজপুর প্রতিনিধি : যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণ এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান। আমি যোগাযোগ মন্ত্রীর দ্বায়িত্ব পাবার পর কখনোই হতাশ হইনি, কারণ জানি আমার মাথার ওপরে ছায়ার মত যিনি আছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পদ্মা সেতু নির্মাণ দেশীয় অর্থেই সম্ভব হচ্ছে এবং কাজ চলমান। এ প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, পিরোজপুরের কচা নদীর ওপর সেতু নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে এবং পিরোজপুর-টুঙ্গিপাড়া সেতু শিগগিরই খুলে দেয়া হবে। 

মন্ত্রী শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরন, বই বিতরণ, পোশাক বিতরণ ও ২০১৪ সালের জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পিরোজপুর সদর আসনের সংসদ সদস্য ও উক্ত কলেজের প্রতিষ্ঠাতা একেএমএ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, এমএ হাকিম হাওলাদার, জেলা মহিলালীগের সভানেত্রী লায়লা ইরাদসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও জেলা উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

(এসএ/এএস/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test