E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউটিউবে প্রতিদিন দুইটি করে গুজব ছড়ানো হয় শেখ হাসিনাকে নিয়ে

২০২৪ জুলাই ১৩ ১৮:৫২:৫২
ইউটিউবে প্রতিদিন দুইটি করে গুজব ছড়ানো হয় শেখ হাসিনাকে নিয়ে

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১ হাজার ৩৮০টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। গত বছর একই সময়ের তুলনায় যা প্রায় ৬১ শতাংশ বেশি বলে জানায় প্রতিষ্ঠানটি। এই সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানুয়ারিতে অনুষ্ঠিত ১২তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একক ইস্যু হিসেবে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে আওয়ামী লীগ। এ বছর প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হার বেড়েছে ১১ শতাংশ। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে গত ছয় মাসে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে গত বছর থেকেই ভুল তথ্য প্রচারের বিষয়টি লক্ষ্য করে আসছে রিউমর স্ক্যানার। নির্বাচনকে জড়িয়ে গেল বছরে ৩২০টি ভুল তথ্য ছড়ানোর তথ্য দিয়েছিল রিউমর স্ক্যানার। এ বছর প্রথম দুই মাসে নির্বাচন নিয়ে আরো ৯১টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনকে ঘিরে জানুয়ারিতে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সময়ে সময়ে ভুল তথ্য প্রচারের ফলে সে মাসে শুধু রাজনীতি কেন্দ্রিক ভুল তথ্যই শনাক্ত হয়েছে ১২৪টি। পরের পাঁচ মাসে তা গড়ে ৩০টিতে নেমে এসেছে৷ ছয় মাসে রাজনীতি বিষয়ে ২৭২টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে, যা অন্য সকল ক্যাটাগরি থেকে বেশি৷

রিউমার স্ক্যানার বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দেশের রাজনৈতিক অঙ্গনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুল তথ্য গুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটি, দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নেতাকর্মীদের নামে ছয় মাসে ২১৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার৷ এই দলের বিষয়ে শনাক্তকৃত ভুল তথ্যের সংখ্যা রিউমর স্ক্যানার কর্তৃক অন্য রাজনৈতিক দলগুলোর নামে শনাক্তকৃত ভুল তথ্যের মোট সংখ্যার দ্বিগুণেরও বেশি।

গেল ছয় মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। রাজনৈতিক বিষয়ে তাকে জড়িয়ে ৮১টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ২২টি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে রাজনৈতিক বিষয়ে ১৬টি, শেখ হাসিনার পুত্র ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ১২টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনটি ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। একক ব্যক্তি হিসেবে শেখ হাসিনাই বেশি ভুল তথ্যের শিকার

২০২৪ সালের প্রথম ছয় মাসে রিউমর স্ক্যানার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ের মধ্যে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে জড়িয়ে শনাক্তকৃত ৯৪টি ভুল তথ্যের মধ্যে ৮১টিই রাজনীতি কেন্দ্রিক। জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসেই তাকে নিয়ে একাধিক ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে নির্বাচনের মাস অর্থাৎ জানুয়ারিতে যাসংখ্যায়২৯টি।

রিউমর স্ক্যানার বলছে, ছয় মাসে প্রতি দুই দিনে গড়ে একটি করে ভুল তথ্য প্রচার করা হয়েছে তাকে নিয়ে। এসব ভুল তথ্য ছড়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ইউটিউবকে। চটকদার থান্বনেইল, বিভ্রান্তিকর শিরোনাম আর অপ্রাসঙ্গিক ফুটেজ ব্যবহার করে ইউটিউবে ছড়ানো ভুয়া ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে৷ এর বাইরে ফেসবুক এবং টিকটকেও শেখ হাসিনাকে নিয়ে ছড়ানো হয়েছে ভুল তথ্য।

(ওএস/এসপি/জুলাই ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test