E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্মারকলিপি নিয়ে ১০ প্রতিনিধি যাচ্ছেন বঙ্গভবনে

২০২৪ জুলাই ১৪ ১৪:০৪:১৮
স্মারকলিপি নিয়ে ১০ প্রতিনিধি যাচ্ছেন বঙ্গভবনে

স্টাফ রিপোর্টার : রাজধানীর জিরোপয়েন্টে অবস্থান নিয়েছেন রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের ১০ জন প্রতিনিধি স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বঙ্গভবনে। এই সময়ে বাকি শিক্ষার্থীরা অবস্থান করবেন জিরোপয়েন্ট থেকে সচিবালয়ের সামনের সড়কে।

জিরোপয়েন্টে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই তথ্য জানিয়েছেন।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা করে শিক্ষাভবন মোড় হয়ে জিরোপয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢালাওভাবে বঙ্গভবন অভিমুখে যাবো না। আমাদের প্রতিনিধি যাবে।

এদিকে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররম অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

(ওএস/এএস/জুলাই ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test