E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশের উদ্বেগ-নিন্দা 

২০২৪ জুলাই ১৪ ১৬:৪৭:৩২
ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশের উদ্বেগ-নিন্দা 

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্বাচনী প্রচারের মঞ্চে হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১৪ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয় সেটি কখনো কাম্য নয়। এটি অনভিপ্রেত, এটি আইনবিরোধী।

তিনি বলেন, অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কখনও ভায়োলেন্স ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ হামলায় আমরা কনসার্ন এবং আমরা নিন্দা জানাই। রাজনীতিতে ভায়োলেন্স থাকা উচিত নয় সেটি আমরা মনে করি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলায় ট্রাম্পের কানে গুলি লেগেছে। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test