E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরকারের আলোচনার প্রস্তাবে যা বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ

২০২৪ আগস্ট ০৩ ১৭:২৪:১০
সরকারের আলোচনার প্রস্তাবে যা বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার : চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

শনিবার (৩ আগস্ট) বিকেলে সামাজিক যোযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।

তিনি আরও লিখেছেন, তাদের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। ডিবি হেফাজতে থাকা অবস্থায়ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম।

(ওএস/এসপি/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test