E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক হয়নি’

২০২৪ আগস্ট ০৯ ১৫:০৭:৩৭
‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক হয়নি’

স্টাফ রিপোর্টার : অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন, এ (মেয়াদের) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি- সেগুলো আমাদেরকে করতে হবে।

সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়।

ওই আন্দোলন একসময় সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। গত ৫ অগাস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের পতন হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নেন।

আসিফ মাহমুদ বলেন, “প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে।

সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে গত আন্দোলনে যারা হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের আহত অনেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের চিকিৎসা নিশ্চিত করব, শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নেব।

আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আশা করি।

বিশ্ববিদ্যালয়গুলোর হল বাণিজ্য ও হল দখলের বিষয়ে করা এক প্রশ্নে আসিফ বলেন, “আমরা দীর্ঘ ৫/৬ বছর ক্যাম্পাসে সেগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। এখন যেহেতু আমরা সরকারে, সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব।”

শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান ।

আসিফ মাহমুদ বলেন, আমাদের এক দফার ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকে, আমাদের স্বাধীনতার শুরুর দিকের লড়াইয়ের একটি প্রতীক…. সেই মাহাত্ম্যের জায়গা থেকে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি।

(ওএস/এএস/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test