E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিরাপত্তার দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

২০২৪ আগস্ট ০৯ ১৯:৩৯:৪০
নিরাপত্তার দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এরপর উৎকণ্ঠিত চার দিনের মাথায় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ঠিক এর পরদিনই নিরাপত্তার দাবি নিয়ে ঢাকার রাজপথে নামল সমাতন ধর্মাবলম্বীরা।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে চার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এতে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে শাহবাগের আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের ৪ দফা দাবি-

১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।

২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে।

৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

প্রসঙ্গত, গণআন্দোলন ও জনরোষের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের যাওয়ার দিন থেকেই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। অন্যান্যদের পাশাপাশি আক্রান্ত হয় সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি, ব্যবস্থা প্রতিষ্ঠান ও মন্দির।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়, দলটির নেতাদের ঘরবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়, কোথাও কোথাও আগুন দেওয়া হয়। এসবের মধ্যে আওয়ামী লীগের হিন্দু নেতাদের সহায়-সম্পত্তিও রয়েছে।

যশোর, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী, শেরপুর, ঢাকা, পটুয়াখালী, নাটোর, মেহেরপুর, দিনাজপুর, চাঁদপুর, শরিয়তপুর, খুলনা, ফরিদপুর, রংপুরসহ আরও কিছু জেলায় হিন্দুদের স্থাবর সম্পত্তি ও উপসানালয়ে হামলার খবর এসেছে।

৫ অগাস্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৯ জেলায় হিন্দুদের ওপর হামলা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার বেলা ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন তারা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংখ্যালঘুরা হিন্দুরা।

(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test