E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিজিএফআই’র মহাপরিচালক হলেন ফয়জুর রহমান 

২০২৪ আগস্ট ১২ ১৯:১৯:১১
ডিজিএফআই’র মহাপরিচালক হলেন ফয়জুর রহমান 

স্টাফ রিপোর্টার : মেজর জেনারেল মো. ফয়জুর রহমান ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন। মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে ৬ আগস্ট সেনাবাহিনীর কিছু শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছিল।

সোমবার (১২ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিজিএফআই এর মহাপরিচালক, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test