E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বদলের দাবি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ’

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৪:২৬:২৬
‘জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বদলের দাবি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ’

স্টাফ রিপোর্টার : একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদেব চেয়ারম্যান, লেখক ও গবেষক আবীর আহাদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাব্যমে প্রতিষ্ঠিত ও মীমাংসিত জাতীয় সত্যসমূহের ওপর বিভ্রান্তির কালিমা লেপন করে দেশ ও জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য অপরাধ। বাংলাদেশের কোনো সুনাগরিক সেসব সত্য তথা বহু রক্ত ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত ঐতিহাসিক বৈশিষ্ঠগুলোকে নিশ্চয়ই  মিথ্যার আবরণ দিয়ে ঢেকে ফেলার অপচেষ্টা করতে পারেন না।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ উপরোক্ত মন্তব্য করে রিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ও মুক্তিযুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশ, বঙ্গবন্ধু, জয়বাংলা , জাতির পিতা, মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং তৎপরবতীতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পরিচালনার লক্ষ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ- এ চারমূলনীতি জনগণের অভিপ্রায়ে ও সাংবিধানিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে ঐসব জাতীয় বৈশিষ্চগুলোর চির মীমাংসা ঘটেছে। ফলে উপরোক্ত কোনো বিষয়ের ওপর বিতর্ক সৃষ্টির কোনো অবকাশ নেই। এ সমস্ত বৈশিষ্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানো রাষ্ট্রদ্রোহিতার অপরাব।

বিবৃতিতে আবীর আহাদ আরও বলেন, সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থপাচার ও স্বেচ্ছাচারিতার দায়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরই পরিপ্রক্ষিতে সাংবিধানিকভাবে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নয়া অন্তর্বর্তীকালীন সরকার সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতিশ্রুতি ও অঙ্গীকার করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। এর সঙ্গে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত উপরোক্ত জাতীয় বৈশিষ্ঠসমূহ তথা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও ইতিহাসের সাংঘর্ষিকতার কোনোই অবকাশ নেই। সেই প্রেক্ষিত এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে কোনো ব্যক্তি ও মহল বিশেষ মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও ইতিহাসকে বিতর্কিত ও বিকৃত করার হীনলক্ষ্যে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তনের যে উদ্ভট দাবি উত্থাপন করেছেন, তা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মনে করি। তাদের এসব অবাস্তব, অবান্তর ও ঘৃণ্য তৎপরতা থেকে নিবৃত থাকার আহ্বান জানাচ্ছি।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test