E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৪৪ বাংলাদেশি

২০২৪ অক্টোবর ০১ ১৩:৩১:৩৩
লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৪৪ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার : লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া আনডকুমেন্টেড বাংলাদেশি নাগরিককে চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম’র কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম এক সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test