E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. বিজয় প্রকাশ

২০২৪ অক্টোবর ০১ ১৯:৩৪:৫৯
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. বিজয় প্রকাশ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ড. বিজয় প্রকাশ আজ মঙ্গলবার বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এই পদে যোগদানের আগে ড. বিজয় প্রকাশ ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল ডেভলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, এই বিদ্যুৎ কেন্দ্রে যোগ দেয়া ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্ম গ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন। কর্মজিবনে তিনি ১৯৮৯ সালে কানপুর আইআইটি যোগদানের মাধ্যমে এনটিপিসিতে কাজ শুরু করেন। তিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে এনটিপিসিতে বিভিন্ন পদে প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, রেগুলেটরি ছাড়পত্র, এনভাইরনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি, অ্যাশ ইউটিলাইজেশন এবং সেফটিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।

(এস/এসপি/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test