E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই’

২০১৪ ডিসেম্বর ০১ ১৩:৪১:৫৪
‘জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।

২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর ১ ডিসেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন মেয়র আইভী। ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী আসনের ৯ নারী কাউন্সিলর। আর সেদিন থেকেই শুরু হয় তাদের দাফতরিক কর্মকাণ্ড।

সোমবার সে দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্ণ হয়েছে। ৩ বছরে উন্নয়ন আর ভবিষ্যতের বিষয়ে আইভী নগরবাসীকে ধৈর্য্য ধরতে বলেছেন।

তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। উন্নয়নের জন্য কাজ করছি। তবে চাহিদা বেশি থাকায় সব কাজ একদিনে শেষ করতে পারবো না। এর জন্য সময় প্রয়োজন। তাই আমি সিটি করপোরেশন এলাকার লোকজনদের আরো ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।

আইভী বলেন, তিন বছরে চেষ্টা করেছি উন্নয়ন করতে। বাকি ২ বছরেও জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। নারায়ণগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। উন্নয়ন ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে চাচ্ছি। বিলুপ্ত পৌরসভায় যেসব জনবল ছিল তা দিয়েই সিটি করপোরেশনের কাজ চালাতে হচ্ছে। এর মধ্যেও চলে উন্নত সেবা প্রদানের চেষ্টা। অনলাইনের মাধ্যমে নাগরিকদের বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। নগরবাসী করের অর্থ ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে। অনলাইনে এখন অভিযোগও গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিলুপ্ত পৌরসভার নির্বাচনের নির্বাচনী প্রতিশ্রুতি মতো সবগুলো অঙ্গীকারই পূরণ করেছি। সরকার ও জনগণের সহযোগিতা পেলে আশা করছি নির্বাচনে দেওয়া সব প্রতিশ্রুতিই পূরণ করতে পারব। এজন্য জনগণকে ধৈর্য ধরতে হবে। জনগণকে আমি বলেছি আস্থা রাখতে। আস্থা রেখে সহযোগিতা করলে অবশ্যই উন্নয়ন হবে।

ডা. সেলিনা হায়াত আইভী দেশের সিটি করেপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। নির্বাচনে তার প্রতীক ছিল দোয়াত-কলম। আইভী শহরের দেওভোগ এলাকায় বসবাস করেন। আইভীর বাবা আলী আহাম্মদ চুনকা শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্বাধীনতার পর দুই-দু’বার (১৯৭৪ সালের ৪ মার্চ হতে ১৯৭৭ সালের ৯ মার্চ এবং ১৯৭৭ সালের ১০ সেপ্টেম্বর হতে ১৯৮৪ সালের ২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test