E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না’

২০১৪ ডিসেম্বর ০৪ ১৪:৪৯:৪২
‘সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না’

রংপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি জীবনে কখনও শুনিনি যে, প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। আমাদের এতোটাই অবক্ষয় হয়েছে যে, ফাঁস করা প্রশ্নপত্র বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হয়। আর অভিভাবকরা তা তাদের সন্তানদের দিচ্ছেন। এভাবেই শিশুদের শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ আরো বলেন, কোচিং সেন্টারের শিক্ষকরা টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে তা শিশুদের কাছে সরবরাহ করছেন। এ অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য সরকারকেই উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

এরশাদ বলেন, সমাজের সর্বস্তরে যে কালবৈশাখী ঝড় প্রবেশ করেছে, তা প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test