E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কক্সবাজারে মার্কিন বাহিনী, ফ্যাক্টচেক যা বলছে

২০২৫ মে ২৩ ১৮:৪২:০৫
কক্সবাজারে মার্কিন বাহিনী, ফ্যাক্টচেক যা বলছে

স্টাফ রিপোর্টার : কক্সবাজারে সম্প্রতি মার্কিন বাহিনীর উপস্থিতি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর তৈরির তৎপরতা চলছে বলে আশঙ্কা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। তবে, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে তাকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধারকাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের জন্য মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল কক্সবাজারে এসেছিল। গত ১৮ মে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে তাদের এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এবং চার দিনের প্রশিক্ষণ শেষ হয় বুধবার (২১ মে)।

রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক টিম বলছে, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতির ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর। মূলত, এ ধরনের প্রশিক্ষণ নতুন নয় বরং ইউএস অ্যাম্বাসির আয়োজনে গত কয়েক বছর ধরেই এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রিউমর স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে তারা।

তাছাড়া, একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে, এমন প্রমাণ পাওয়া গেছে বয়লে দাবি ফ্যাক্টচেক গ্রুপটির।

শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

(ওএস/এসপি/মে ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test