E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদের ৩ দিনে ডিএনসিসির ২০ হাজার টন বর্জ্য অপসারণ

২০২৫ জুন ০৯ ২০:২১:১৫
ঈদের ৩ দিনে ডিএনসিসির ২০ হাজার টন বর্জ্য অপসারণ

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, এবার কোরবানির সংখ্যা ৪ লাখ ৬৬ হাজারের বেশি হলেও গত বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে বর্জ্যের পরিমাণ বেড়েছে। আজ (ঈদের তৃতীয় দিন) দুপুর ২টা পর্যন্ত মোট ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে পাঠানো হয়েছে। আমাদের নির্ধারিত ২০ হাজার টনের লক্ষ্য পূরণ হয়েছে। আজ সোমবার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সার্বিক অগ্রগতি নিয়ে গুলশান নগর ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ এজাজ বলেন, নগরবাসী যথেষ্ট সচেতন ছিল, তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করতে পেরেছি। এজন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ঈদের তিন দিন পর থেকে কোরবানির হাটগুলোর বর্জ্য অপসারণ শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, তবে সড়কে কোরবানির বর্জ্য দুই দিন পড়ে থাকার কোনো সুযোগ নেই। কখনও কখনও সময়ের কিছুটা তারতম্য হতে পারে, কিন্তু কাজ থেমে থাকবে না।

ডিএনসিসির এই প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা।

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় ঢাকা উত্তর এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

(ওএস/এসপি/জুন ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test