E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

২০২৫ জুলাই ০৫ ১৫:২৭:৩৪
২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার (৫ জুলাই) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শুধু উপকূল নয় দেশের অন্যান্য অঞ্চলেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

(ওএস/এএস/জুলাই ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test