E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাধারণ মানুষ জীবনের প্রয়োজনে ভয়কে জয় করেছে’

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:০৪:৫০
‘সাধারণ মানুষ জীবনের প্রয়োজনে ভয়কে জয় করেছে’

কিশোরগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সর্বত্র বাস চলছে, ট্রাক চলছে, দোকান পাট সব খোলা। কোথাও হরতাল অবরোধ হচ্ছে না। হরতাল অবরোধের নামে এখন চলছে মানুষকে হত্যা করা। সাধারণ মানুষ জীবনের প্রয়োজনে ভয়কে জয় করেছে। তারা কাজ করে যাচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, চোরাগুপ্তা হামলা করে কাপুরুষের মতো আপনি বোমা হামলা চালাচ্ছেন। আপনি পেট্রল বোমা চালাচ্ছেন। নিরীহ মানুষকে হত্যা করছেন। বাংলাদেশ কেন দুনিয়ার কোথাও এমন নজির নেই। যে জনগণের নেতা হয়, সে জনগণকে সাথে নিয়েই থাকে।

তিনি আরো বলেন, এ দেশ অনেক আন্দোলন দেখেছে। আমরাতো অনেক আন্দোলন করেছি, বারবার রাস্তায় মার খেয়েছি। রাজপথে রক্তাক্ত হয়েছি। কখনো বলিনি যে পুলিশকে ইট মারো। বরং বলতাম, পুলিশ তো নির্দেশের কাজ করে। তারা তো হুকুমের দাস। যা বলা হয় তাই করবে। যে পুলিশ আমাকে স্যালুট দিয়েছে, সেই পুলিশ আমাকে আঘাত করেছে। এরপরও বলিনি যে, পুলিশের ওপর হামলা করো। কারণ এটা কোন রাজনীতি নয়। যে নেতা নিজে নির্যাতন ভোগ করে তাকে দেখে জনগণ এগিয়ে আসে। তিনি প্রশ্ন রাখেন, আর এখানে কি হচ্ছে। নেতা আরাম আয়েশে বাসার ভিতর বসে রয়েছেন। তার নির্দেশে জনগণকে হত্যা করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, রিকসা ওয়ালা, ট্রাক চালক তারা কি বিএনপির প্রতিপক্ষ। চৌদ্দগ্রামে যে ৮ জন লোক মারা গেলো তারা কি বিএনপির প্রতিপক্ষ। এই এক মাসে যে ৪০ জনকে হত্যা করা হলো কি লাভ হলো। কি অর্জন হলো বেগম জিয়ার।

তিনি আরো বলেন, আপনি সন্তান হারিয়েছেন। আমরা আপনার কান্না দেখেছি। আপনার সেই ছবি দেখে শোকার্ত হয়েছে। সে কারণে শেখ হাসিনা মায়ের ভালবাসা নিয়ে সেখানে ছুটে গিয়েছিলেন আপনার কাছে। একদম চিন্তা করেননি যে, এই মহিলাই তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছিল ২১ আগস্ট। চিন্তা করেননি জাতির জনকের খুনিদের আশ্রয় দিয়েছিলেন বেগম জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান। আপনি সৌজন্যতা দেখাননি। কিন্তু আমরা শোকার্ত হয়েছি।


খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, মা হয়ে আপনি কাঁদছেন। আরেকজন মা কাঁদছেন তার সন্তানের জন্য। সে শ্রমিকের সন্তান। তার মায়ের কি ব্যথা নেই। তার সন্তান কি সন্তান নয়। এসব চিন্তা না করেই আপনি চালিয়ে যাচ্ছেন বোমা হামলা। তিনি বলেন, আপনার আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য হলো আপনি যে কোন মূল্যে ৭১ এর ঘাতকদের বাঁচাতে চান।

তিনি বলেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো কি হতো? পাকিস্তানের পেশোয়ারের মতো স্কুলে সন্তানদের হত্যা করা হতো। পাকিস্তান জঙ্গী দমনে ব্যর্থ হয়েছে। আপনি কি চান বাংলাদেশ জঙ্গী হোক, বাংলাদেশে পাকিস্তানের মতো ঘটনা ঘটুক? আজকে শেখ হাসিনার নেতৃত্বে সাতটি বছর ধরে বাংলাদেশে জঙ্গী দমনই আমরা করিনি, জঙ্গী দমনে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। আমরা ক্ষমতায় আছি, আমাদের কোন ভুল নেই-আমরা বলবো না। ভুল সংশোধন করেই আমরা এগিয়ে যেতে চাই। যখনই ভুল হয়, আমরা সংশোধন করি। খালেদা জিয়ার গুলশানের অফিসের বিদ্যুৎ সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমরা তা পুনস্থাপন করে দিয়েছি।

সভায় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, নির্মাণাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ও রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

(পিকেএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test