E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না.গঞ্জ শহরকে গ্রীন সিটিতে রুপান্তরিত করা হবে

২০১৫ মার্চ ০৩ ১৩:৪৬:০১
না.গঞ্জ শহরকে গ্রীন সিটিতে রুপান্তরিত করা হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিকল্পিত গ্রীন সিটিতে রুপান্তরিত করা হবে।

তিনি বলেন, ১৯৮২ সালের একটি আইন অনুযায়ী অন্যান্য সিটি করপোরেশনের কাছে রাজউকের জমি হস্তান্তর করা হলেও নারায়নগঞ্জে করা হয়নি। এ শহরে ৩৮ একর জমি নিয়ে রাজউকের সাথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রাজউকের জমি পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের তদারকির অভাবে এখানে রাজউকের অনেক জমি বেহাত হয়ে গেছে। এসব জমি উদ্ধারের জন্য সিটি করপোরেশন ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে রাজউক কাজ করবে। নারায়ণগঞ্জের বাসিন্দাদের সুবিধার্থে অচিরে এখানে রাজউকের আঞ্চলিক অফিস করা হবে।

এসময় নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদিন ভুইয়া উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/মার্চ ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test