E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, তিনি এখন বিশ্ব নেতা’

২০১৫ এপ্রিল ০৩ ১৫:৫০:০৩
‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, তিনি এখন বিশ্ব নেতা’

সিলেট প্রতিনিধি : ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে খোঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

শুক্রবার বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশ লাইন-১ (রিজার্ভ রেঞ্জ) এর উদ্বোধন শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, কেউ নিখোঁজ হলে তাকে খোঁজে বের করার দায়িত্ব পুলিশের। এক্ষেত্রে সব চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি করপোরেশন নির্বাচন করার জন্য আমাদেরকে যে সহযোগিতা করার দরকার, আমরা নির্বাচন কমিশনকে সেই সহযোগিতা করবো।

পুলিশ লাইন-১ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, গত ৫ বছর ও চলমান এক বছর তিন মাসে দেশ সবক্ষেত্রে এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সমস্যার সমাধানে আন্তরিক। আমরা চাওয়ার আগেই তিনি সব সমস্যার সমাধানে কাজ করে থাকেন।

দেশের মাথা পিছু আয় ১২শ’ ডলার ও প্রবৃদ্ধি তিন গুণ বেড়েছে উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি পর্যটন ও নৌ পুলিশসহ বিভিন্ন ধরণের ইউনিট গঠন করে জনগণের সেবা বাড়াচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন উল্লেখ করে তিনি বলেন, তার কর্মে তিনি এখন বিশ্ব নেতা।

জনগণের সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ, গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল সম্ভব হয়েছে বলে মন্তব্য করে পুলিশের আইজিপি বলেন, ২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা চালানো হয়েছিলো। ১৮ জন পুলিশকে মারা হয়েছিলো। ৩শ’ পুলিশকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিলো। তিন হাজার পুলিশ সদস্য আহত করেছিলো। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে আড়াই মাসব্যাপী পেট্টোল বোমা, ককটেল, গাড়ি ও ট্রেনে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিলো। তারা পুলিশকে নিষ্ক্রীয় করতে আতঙ্গ ছড়িয়ে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিলো।

কিন্তু এদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি। এ দেশেশের জনগণ গত আড়াই মাসে ৬শ’ হামলাকারীকে পেট্টোল বোমাসহ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

তিনি বলেন, জনগণ পুলিশকে সহযোগিতা করায় জঙ্গিবাদের দোষররা আজ নিষ্ক্রীয় হয়ে গেছে। নতুবা পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব ছিল না।

সিলেটের আর আর এফ কমান্ডার আনছার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।

এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদস্থ কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আইজিপি একেএম শহিদুল হক হযরত শাহ জালাল (র.) মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় ও মাজার জিয়ারত করবেন।
(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test