E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-বরিশাল নৌ-রুটে যুক্ত হবে

২০১৫ এপ্রিল ০৭ ১৬:২৮:৪৮
ঢাকা-বরিশাল নৌ-রুটে যুক্ত হবে

বরিশাল  প্রতিনিধি : কম খরচে নিরাপদে যাত্রী পরিবহণের লক্ষ্যে নদী বেষ্টিত দক্ষিণাঞ্চলের নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র দুটি যাত্রীবাহী জাহাজ নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি জাহাজে আসন থাকবে ৭৬৪টি। এতে মোট ব্যয় করা হবে ৭২ কোটি ২৪ লাখ টাকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, রাজধানীর সাথে নৌ-পথে বরিশাল, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী ও খুলনা জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে জাহাজ দুটি তৈরি করা হবে। সূত্রে আরো জানা গেছে, ১৯৭২ সালে বিআইডব্লিউটিসি প্রতিষ্ঠার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুটে যাত্রী পরিবহণের জন্য বর্তমানে ছয়টি জাহাজ নিয়োজিত রয়েছে। এরমধ্যে পাঁচটি জাহাজ অত্যন্ত পুরাতন হওয়ায় জাহাজগুলোর মাধ্যমে নিরাপদ যাত্রীবহন করা সম্ভব হচ্ছে না। ফলে ঢাকা-বরিশাল রুটে ৭৬৪ আসন বিশিষ্ট বিলাস বহুল জাহাজ দুটি নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবধানে চলতি মাস থেকে ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে জাহাজ দুটি নির্মাণ করা হবে। বিআইডব্লিউটিসি’র পরিচালক (টেকনিক্যাল) জ্ঞান রঞ্জন শীল বলেন, দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুটে আমাদের ছয়টি যাত্রীবাহী জাহাজের মধ্যে পাঁচটির বেহাল অবস্থা। এ জাহাগুলোর মধ্যে কয়েকটির বয়স এক থেকে দেড়’শ বছর পর্যন্ত হয়ে গেছে। এসব জাহাজ মেরামত ও রক্ষনাবেক্ষণ খাতে প্রতিবছর অধিক অর্থ ব্যয় হচ্ছে। তাছাড়া জাহাজগুলোর জ্বালানী খরচও তুলনামূলকভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ সময়েই ২ থেকে ৩টি জাহাজ মেরামতে থাকায় বিভিন্ন রুটে এসব জাহাজগুলো সঠিক সময়ে চলাচল করতে পারছে না। প্রয়োজনের তুলনায় জাহাজগুলোর অভাবে ঢাকা-খুলনা রুটের রকেট সার্ভিসটিও অত্যন্ত নাজুক অবস্থায় পরিচালিত হচ্ছে। তাই আমরা ঢাকা-বরিশাল রুটে দুটি যাত্রীবাহী জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। এ দুটি জাহাজ দেশেই তৈরি করা হবে। প্রতিটি জাহাজে আসন থাকবে ৭৬৪টি। তিনি আরো বলেন, দেশে বেসরকারি অনেক জাহাজ থাকলেও সরকারি জাহাজের সংখ্যা খুবই কম। তাই কম খরচে যাত্রীদের নিরাপদ ভ্রমণে সরকারি উদ্যোগে জাহাজ দুটি ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(টিবি/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test