E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অবৈধ মানব পাচারকারীদের কোন ছাড় দেওয়া হবেন’

২০১৫ মে ১০ ১৬:৩৫:৩০
‘অবৈধ মানব পাচারকারীদের কোন ছাড় দেওয়া হবেন’

বরিশাল প্রতিনিধি : পুলিশের মহা-পরিদর্শক এ.কে.এম. শহীদুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন, অবৈধ মানব পাচারকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, ভারত ও থাইল্যান্ডের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমম্বিত চেষ্টায় মানবপাচার রোধ করা হবে।

জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কল্যান সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, জেলা ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের সাথে দরবার সভা, পুলিশ কর্মকর্তাদের সাথে ক্রাইম কনফারেন্স ও শনিবার রাতে পুলিশ লাইন্সে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ অঞ্চলে যারা মাদক বিক্রি ও মানবপাচারের সাথে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় অপরাধীদের দমন করা সম্ভব হবে। যুব সমাজকে রক্ষায় মাদক নির্মূলে পুলিশ বাহিনীকে জিরো ট্রলারেন্সে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক বিক্রেতা ও মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমম্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজারে তিনজন পাচারকারী নিহত হয়েছে। খুব শীঘ্রই মানবপাচার রোধ করা সম্ভব হবে।
এসময় আইজিপি’র সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার এস.এম. আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শোয়েব আহমেদ, জিল্লুর রহমান, গোলাম রউফ খান প্রমুখ। দক্ষিণাঞ্চলে দু’দিনের সফর থেকে রোববার দুপুরে আইজিপি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

(টিবি/পিবি/মে ১০,১০,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test